জয়পুরহাটে নির্মাণাধীন তিন সেতুর বিকল্প সড়ক পানির নিচে
তিন দিন চলাচল বন্ধ, দুর্ভোগ

আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ী এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে পানির তোড়ে ভেঙে ডুবে যাওয়া বিকল্প সড়ক সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১৮:০০
কয়েক দিনের টানা বর্ষণে জয়পুরহাটে নির্মাণাধীন তিনটি আরসিসি গার্ডার সেতুর বিকল্প সড়ক ভেঙে তলিয়ে গেছে। ফলে তিন দিন ধরে দুটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পথচারীরাও চলাচল করতে পারছেন না। এতে কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করায় বেশ ভোগান্তিতে পড়েছেন তারা। খালের পানিতে স্রোত থাকায় নতুন বিকল্প সড়কও নির্মাণ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
জেলার আক্কেলপুর-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ী এবং ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের ক্ষেতলাল উপজেলার ফাঁসিতলা এলাকায় সেতু তিনটি নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ী এলাকায় আধাকিলোমিটারের মধ্যে ২০ ও ১৫ মিটারের দুটি সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আর ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের ফাঁসিতলায় অপর আরসিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বর মাসে তিনটি সেতুর নির্মাণকাজ শুরু করে নওগাঁর বসুন্ধারা হাউস বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পুরোনো সেতু তিনটি ভাঙার আগেই পাশে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছিল। গত রোববার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণে পাশের ফসলের মাঠ পানিতে ডুবে যায়। পরে পানির চাপে মঙ্গলবার সকালে কাঁঠালবাড়ী এলাকা এবং বুধবার বিকেলে ফাঁসিতলার বিকল্প সড়ক ভেঙে তলিয়ে গেছে।
এর পর থেকে এ সড়ক দিয়ে যানবাহন ও মানুষের চলাচল বন্ধ রয়েছে। কবে চলাচল স্বাভাবিক হবে, তা জানা নেই কারও। স্থানীয়দের অভিযোগ, বিকল্প সড়কগুলো কোনোমতে চলাচলের জন্য নিচু করে নির্মাণ করা হয়েছিল। এ কারণে পানির চাপে ভেঙে তলিয়ে গেছে। বড় রিং পাইপ দিয়ে উঁচু করে নির্মাণ হলে তলিয়ে যেত না। সেতু তিনটির নির্মাণ শেষ হতে অনেক সময় লাগবে। রিং পাইপ দিয়ে উঁচু বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সিএনজিচালিত অটোরিকশাচালক এরফান আলী বলেন, আক্কেলপুর-সান্তাহার সড়কটি দুই জেলার সংযোগের জন্য গুরুত্বপূর্ণ। কাঁঠালবাড়ী এলাকায় বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় তিন দিন ধরে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। সাত কিলোমিটার ঘুরে অটোরিকশা চলাচল করছে।
গতকাল শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, দুটি সড়কে নির্মাণাধীন তিনটি আরসিসি গার্ডার সেতুর বিকল্প সড়কের ওপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। অনেক দূরে যান চলাচল বন্ধ লিখে সাইনবোর্ড দেওয়া রয়েছে। তবুও যানবাহন ও মানুষ এসে নির্মাণাধীন সেতুর দুই পাশ থেকে ফিরে যাচ্ছে।
স্থানীয় মাইক্রোবাসের চালক রাহেল মিয়া বলেন, কাঁঠালবাড়ীতে দুটি সেতুর কাজ চললেও বিকল্প সড়ক হয়ে পার হওয়া যেত। রাজশাহীতে যাওয়ার জন্য এ সড়কে আসেন তিনি। এখন দেখছেন পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন। বিকল্প পথে কমপক্ষে ১৫ কিলোমিটার সড়ক ঘুরে যেতে হবে।
মোটরসাইকেলচালক হুমায়ন কবিরের ভাষ্য, পুরোনো গোপীনাথপুরের সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে হাজারো যানবাহন ও মানুষ চলাচল করেন। তিন দিন আগে বিকল্প সড়ক তলিয়ে যাওয়ার কথা শুনেছিলেন। ভেবেছিলেন ঠিক হয়েছে। কিন্তু এসে দেখেন বিকল্প সড়ক এখনও ঠিক হয়নি। নওগাঁয় যেতে বিকল্প পথ খুঁজতে হবে।
বসুন্ধারা হাউস বিল্ডার্সের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, কাজ শুরুর আগেই বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছিল। তবে দু’দিনের টানা বর্ষণে বিকল্প সড়কের ওপর দিয়ে পানি যাচ্ছে। এ পানির চাপেই সড়ক ভেঙে তলিয়ে গেছে। এখনও স্রোত আছে। কমলে ফের বিকল্প সড়ক নির্মাণ করা হবে।
আক্কেলপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, পানি জমে চাপ সৃষ্টি হওয়ায় সড়ক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ জন্য বিকল্প সড়ক ভেঙে দেওয়া হয়েছে। পানি সরে গেলে বিকল্প সড়ক নির্মাণ করা হবে। ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী রাশেদ এমরানও একই কথা বলেন।
- বিষয় :
- জয়পুরহাট
- নির্মাণাধীন সেতু
- বিকল্প সড়ক