ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

একযুগ পর চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস

একযুগ পর চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস

ফাইল ছবি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১৮:০০

গাইবান্ধা-দিনাজপুর রুটে চলাচল সহজ ও সাশ্রয়ী হওয়ায় যাত্রীরা রামসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতেন। ট্রেনটি বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় অল্প সময়ের মধ্যেই পাঁচ জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তবে চালু হওয়ার মাত্র তিন বছরের মাথায় বন্ধ হয়ে যায় রামসাগর এক্সপ্রেস। এতে বাড়তি খরচের পাশাপাশি ভোগান্তি বেড়েছে মানুষের।

দীর্ঘদিন পর ফের চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। এ খবরে ফুলছড়ি-সাঘাটাসহ গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের যাত্রীরা খুশি। আগামী ২৯ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি ফের চালুর কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১০ সালে গাইবান্ধাসহ উত্তরের জেলাগুলোর লাখো মানুষের চলাচলে সুবিধা হয়ে আসে রামসাগর এক্সপ্রেস। সাঘাটার বোনারপাড়া থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে ট্রেনটি গাইবান্ধা ও রংপুর হয়ে দিনাজপুরে পৌঁছাত। এ ট্রেনে রংপুরে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজকর্ম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে কাজ শেষে সন্ধ্যায় ফিরতেন যাত্রীরা। তিন বছরের মাথায় ২০১৩ সালে বন্ধ হয়ে যায় ট্রেনটি।

এতে ভোগান্তির শিকার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কৃষক ও ব্যবসায়ীরা সবজিসহ পচনশীল পণ্য গাইবান্ধা ও রংপুর জেলা সদরে পরিবহনে সমস্যায় পড়ছেন। বাস ও সিএনজিচালিত অটোরিকশার মতো অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে বাড়তি খরচও গুনতে হচ্ছে। ট্রেনটি ফের চালুর দাবিতে বোনারপাড়া রেলস্টেশনে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হয়েছে। এতে রাজনৈতিক নেতা ও রেলওয়ের কর্মচারীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

পরে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ট্রেনটি চালু করতে রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। রেলমন্ত্রীকে একটি ডিও লেটারও দিয়েছেন। সম্প্রতি মন্ত্রণালয় থেকে ট্রেনটি চলাচল শুরুর কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ আগস্ট ট্রেনটি ফের চালু হতে যাচ্ছে।

স্থানীয় ভরতখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মণ্ডল বলেন, একযুগ পর রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু হতে যাওয়ায় এলাকার মানুষ খুশি। এতে স্বল্প আয়ের মানুষ কম খরচে অল্প সময়ে রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন।

রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু করতে এলাকাবাসীর দাবি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি বলেন, রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর হলে মানুষ যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যসহ নানাভাবে উপকৃত হবে। আগামী ২৯ আগস্ট রেলমন্ত্রী ট্রেনটি চলাচলের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন

×