কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সিটিটিসির অভিযান, আটক ৮

কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে আটকরা। ছবি-সমকাল
মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৩:০৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৪:৩৭
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে 'অপারেশন হিলসাইড' নামে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির সোয়াট দল। এই অভিযানে ৫ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেহ।
কুলাউড়ারর কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ সমকালকে জানান, শুক্রবার রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে সকাল ৭টার দিকে অভিযান শুরু করে সিটিটিসি। এখনও চলছে অভিযান।
তিনি জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে এই অভিযান চলছে।
- বিষয় :
- অভিযান
- সিটিটিসি
- জঙ্গি আস্তানা