ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৩:২৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৩:২৮

বন্যায় ক্ষতিগ্রস্ত, পানিবন্দি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন জেসিকা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। শুক্রবার তিনি ব্যক্তি উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ি চন্দনাইশের ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুরি, চাল, পেঁয়াজ, মসুর ডাল, আলু, লবণ।

জসিম উদ্দিন আহমেদ চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়ের মহল মার্কেটের মালিক। শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটায় চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যদিয়ে তিনি ত্রাণ বিতরণ শুরু করেন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান খুরশিদ বিন ইসহাক, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী।

ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে জসিম উদ্দিন আহমেদ বলেন, আপনারা জানেন, বন্যায় চন্দনাইশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন খাবার নিয়ে ব্যাপক কষ্টে আছেন। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতেই আমার এই উদ্যোগ। প্রাথমিকভাবে ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত আমি ত্রাণ নিয়ে মানুষের পাশে থাকব।

আরও পড়ুন

×