শিক্ষিত একটি জাতির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু: সুজিত নন্দী

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৯:০৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৯:০৯
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিলেন। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি শিক্ষিত একটি জাতির স্বপ্ন দেখেছিলেন। শনিবার চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। উন্নয়নের স্বপ্নসারথী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার জীবনাদর্শ কর্মের মাধ্যমে প্রতিফলিত করে তাঁর স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
সুজিত রায় নন্দী বলেন, দেশের আধুনিক শিক্ষা বিপ্লবের অগ্রদূত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদে সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূুইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন, হারুনুর অর রশিদ তালুকদার, আব্দুল হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, ইব্রাহিম খানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় লোকজন।