স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১৫:২৮
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাকিল মিয়ার সঙ্গে ৩ বছর আগে পারিবারিকভাবে কালাইকোনা গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগমের বিয়ে হয়। পরে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একাধিকবার সালিশে বিষয়টি সুরাহা হলেও তাদের মধ্যে কলহ লেগে থাকতো। এরই মধ্যে গত কোরবানির ঈদের আগে শারমিন বাবার বাড়ি চলে আসেন।
রোববার শারমিনকে নিতে শ্বশুরবাড়ি আসেন শাকিল। তখন শাশুড়ি ঘরে ছিলেন না। এ সময় তাকে বোঝানোর চেষ্টা করলেও যেতে রাজি হননি। একপর্যায়ে শারমিনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে শাকিল পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনা শুনে তার মা কর্মস্থল থেকে বাড়ি ফেরেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ উদ্ধারের পর চার ঘণ্টার ব্যবধানে সৈয়দনগর এলাকা থেকে স্বামীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, শারমিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।