ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ২২:৪৫ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ | ২২:৫৫

চট্রগ্রামের হাটহাজারীতে আনিসুল ইসলাম (১৯)  নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ফতেপুর ইউনিয়নের নওশা পাড়ার মিয়া মেম্বার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।  আনিস ওই বাড়ির রিকশাচালক মনসুরের ছেলে ও পেশায় রাজমিস্ত্রির হেলপার।

আনিসের বাবা মনসুর বলেন, ‘আনিস সোমবার বিকালে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি। ভোরে ঘর থেকে বেরিয়ে আম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

হাটহাজারী মডেল থানার এসআই আবেদ আলী বলেন, ‘ঘরের পাশের আম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আনিসের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে নয়টার দিকে তার লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’

আরও পড়ুন

×