তমালের ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন পূরণ হলো না

তানজিমুল আলম তমাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১২:০০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১২:০২
তমাল ওই গ্রামের জাহাঙ্গীর আলম বাবুলের ছেলে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানায়, তানজিমুল আলম তমাল (২২) মা-বাবা, বোনের চোখের মণি ছিলেন। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি পছন্দ করত তমাল। স্বপ্ন ছিল বড় হয়ে ফটোগ্রাফার হওয়ার। এইচএসসি পাস করার পরই রেইনবো ফটোগ্রাফি নামে একটি প্রতিষ্ঠানের হয়ে কাজও শুরু করেন তিনি।
তারা আরও জানান, তমাল রোববার কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তমালের মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তমালের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তমালের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নাক থেকেও প্রচুর রক্ত বেরিয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- আঘাতের চিহ্ন
- রংপুর
- নীলফামারি