ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কেমিক্যাল কারখানায় আগুনে আরও দুজনের মৃত্যু

কেমিক্যাল কারখানায় আগুনে আরও দুজনের মৃত্যু

কেমিক্যাল কারখানায় আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ০৮:৩৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ০৮:৪২

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় কেমিক্যাল কারখানায় আগুনে আরও দুজনের মৃত্যু হয়েছে। আগুনে আহত সোহাগ হোসেন ও তানহা আক্তার নামে দুজন মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। 

এর আগে মঙ্গলবার ভোরে গোডাউনে আগুনের পর চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন-সৌদি প্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রী (৩০), তার মেয়ে ঈসা আক্তার (১৩), সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২৪) ও তার মেয়ে তাইয়েবা (২)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে গোডাউনে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

প্রতিবেশী মেহেদী হাসান, আগুন লাগার পরেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। পানি সংকটের কারণে ফায়ার সার্ভিস বিপাকে পড়ে।

ঢাকা হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসের উপ-সহকারী এজিএম সামসুজ্জামান বলেন, আগুন নেভাতে ৬টি ইউনিট কাজ করে। কেরানীগঞ্জের ২টি, সদরঘাটের ২টি ও ঢাকা হেডকোয়ার্টারের ২টি ইউনিট একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায়। কেমিক্যালের গোডাউন হওয়ার কারণে আগুন নেভাতে অনেক কষ্ট হয়েছে। আড়াই ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে।

ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান নিহতদের ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন।

আরও পড়ুন

×