শোক দিবসের র্যালিতে আ.লীগের দু’পক্ষের হাতাহাতি

ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ২৩:১৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ২৩:১৩
বগুড়ার নন্দীগ্রামে শোক দিবসের র্যালিতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেনের নেতৃত্বে তাঁর অনুসারীরা বাসস্ট্যান্ড থেকে র্যালি বের করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার উপস্থিতিতে বকুল হোসেনকে ধাক্কা দিয়ে তাঁর হাত থেকে ব্যানার কেড়ে নেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমারসহ কয়েকজন। এ ছাড়া ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী এবং ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীকেও বের করে দেওয়া হয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে আনন্দ কুমার বলেন, সামনে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছে। ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই উপজেলা আওয়ামী লীগের সভাপতির সামনে তাঁর সমর্থকরা আমার ওপর হামলা করে। এ সময় সভাপতি নিশ্চুপ ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। পরে সব ঠিক হয়ে গেছে।
- বিষয় :
- বগুড়া
- শোক দিবস
- র্যালি
- আওয়ামী লীগ
- হাতাহাতি