ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিবিআই এসপির বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের জমি দখলের

পিবিআই এসপির বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের জমি দখলের

জমি দখলের মৌখিক অভিযোগ পেয়ে পরিদর্শনে যান পৌর প্রশাসক আরিফ উল হক। ছবি: সমকাল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৩:৩৭ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৩:৩৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা সৈয়দ মুশফিকুর রহমান মামুনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার খান জেলা সিভিল সার্জন বরাবর এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, পুলিশ কর্মকর্তা মামুন ক্ষমতার অপব্যবহার করে হাসপাতালের পূর্ব ও উত্তর পাশের সীমানা দেয়াল ভেঙে আগেই ৫ ফুট দখলে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি নতুন করে দক্ষিণ-পূর্ব পাশে বালু ভরাট করে আরও ১০ ফুট জমি দখলে নিয়েছেন।

মামুন খুলনা পিবিআইর পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত।

অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, পৈতৃক সূত্রে হাসপাতাল সংলগ্ন ৬৬ শতাংশ জমি পেয়েছি। তার মধ্যে ৪৬ শতাংশ দখলে রয়েছে। বাকি ২০ শতাংশ হাসপাতালের দখলে। সেটি নিয়ে তারা মিথ্যাচার করছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ১৯৯০ সালে বাবা অর্ধেক দেয়াল নির্মাণ করেছিলেন। সম্প্রতি ওই দেয়াল সংস্কার করেছি।

পৌর প্রশাসক আরিফ উল হক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে সরেজমিন তদন্ত করা হয়। সেখানে মামুনের দুটি বহুতল ভবন রয়েছে। পৌরসভার অনুমোদন ছাড়াই এগুলো করা হয়েছে। 

এ বিষয়ে মামুন বলেন, ‘ভবন করেছি ১৯৯০ সালে। এর তিন বছর পরে হয়েছে পৌরসভা। ফলে অনুমতির প্রয়োজন হয়নি।’

জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকি বলেন, অভিযোগ পেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।


আরও পড়ুন

×