ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে বিজিবি সদস্য

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে বিজিবি সদস্য

গ্রেপ্তার বিজিবি সদস্য শফিকুল ইসলাম। ছবি: সমকাল

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৭:৫৫

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (২৬) নামে বিজিবির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় দায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার রাতে মাদারগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

আসামি শফিকুল ইসলাম বালিজুড়ি ইউনিয়নের চর শুভগাছা গ্রামের হযরত আলীর ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী নারী দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। গত ১৪ আগস্ট তিনি বাবার বাড়ি বেড়াতে যান। ভুক্তভোগী নারীর ছোট ভাইকে বিজিবিতে চাকরি দেওয়ার বিষয়ে কথা বলতে ১৫ আগস্ট রাতে তাদের বাড়িতে যান শফিকুল ইসলাম। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে শফিকুল। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তার বিজিবি সদস্য গত ৩ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে আসেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, ধর্ষণ মামলা হয়েছে। আসামি শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×