নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পুকুরে, নিহত ২

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০০:১৮ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ০০:২২
কুষ্টিয়ার খোকসায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পুকুরে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে গোপগ্রাম-কালীতলা সড়কের খোকসা আমবাড়িয়া ইউনিয়নেরর গোসাডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-কুমারখালী উপজেলার মাছগ্রামের সামু শেখের ছেলে জিয়া (৪৫) ও একই গ্রামের কেয়াম উদ্দিনের ছেলে হাসান (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোসাডাঙ্গী গ্রামের জব্বারের মোড়ে এসে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিভর্তি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে মোটরসাইকেলের চালক জিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা হাসানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত যাত্রী শফিকুলকে (৩০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, তিনজন পাংশা উপজেলার বাহাদুরপুরে গার্ষির মেলা দেখতে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে।
খোকসা থানার উপ-পরিদর্শক (এসআই) রহমান জানান, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার সকালে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহক
- খোকসা
- মোটরসাইকেল আরোহী