খুলনায় ৩ দিন পর ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। (ছবি-মামুন রেজা)
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ২৩:১৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ২৩:১৮
টানা ৩ দিন ধর্মঘট পালনের পর দোকান খুলেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সামনের ওষুধ ব্যবসায়ীরা। দোকান ভাঙচুর ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন হাসপাতালের সামনের ৯০টি ওষুধের দোকান মালিক ও কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। ওষুধ কিনতে তাদের দুই থেকে পাঁচ কিলোমিটার দূরে যেতে হচ্ছিল।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পরিচালক জিল্লুর রহমান জুয়েল জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় সংসদ সদস্য ও সিটি মেয়রের সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। রাতেই হাসপাতালের সামনের ৯০টি দোকান খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনে বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান মেডিকেলের শিক্ষার্থী হাসান ফেরদৌস। দোকানি এক পাতা ওষুধের দাম ৭০ টাকা জানালে হাসান ফেরদৌস ১০ শতাংশ কমিশন বাদ দেওয়ার অনুরোধ জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকান মালিক বিপ্লব তাকে অপমান করেন। এরপর ওই শিক্ষার্থী ক্যাম্পাসে গিয়ে জানালে অন্য শিক্ষার্থীরা ওই দোকানে যায়। তখন বাকবিতণ্ডার একপর্যায়ে ওষুধের দোকানিদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
- বিষয় :
- হামলা
- ওষুধ ব্যবসায়ী
- ধর্মঘট প্রত্যাহার