ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ফাইল ছবি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ১৪:০৮
ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার নটখোলা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া ওই গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী বলে জানা যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে প্রেম করে তানিয়া নটখোলা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে ইয়াছিন মাতুব্বরকে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। শুক্রবার সকালে তানিয়াকে গোপনে মোবাইলে কথা বলতে দেখে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে তানিয়া শুক্রবার সকাল ১০ টা হতে বেলা ১২টার মধ্যে গলায় ফাঁস নেয়।
ইয়াছিন মাতুব্বরের মা ইতি বেগম জানান, সকালে ইয়াসিন মাতুব্বর তার স্ত্রী তানিয়াকে বসত ঘরের মধ্যে মোবাইলে কথা বলতে দেখে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তার পরে ইয়াসিন তার বাবা ও আমি বাড়ির পাশে জলাশয়ে পাট ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি। কাজ শেষ করে দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দেখি তানিয়া আমাদের টিনের ঘরের চালের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। অতঃপর আমি ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে তানিয়ার মরদেহ মাটিতে নামায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে বিকেল ৪টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।