ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মহাসড়কে সবজির হাট, থাকে দীর্ঘ যানজট

মহাসড়কে সবজির হাট, থাকে দীর্ঘ যানজট

ছবি: সমকাল

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ২০:৪৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ২০:৪৯

বারো মাসই জমজমাট থাকে বেলাব উপজেলার বারৈচা বাজারের সবজির হাট। শুধু বারৈচা বাজারই নয়, সপ্তাহের বেশির ভাগ সময়ই শিবপুর ও মরজাল বাজারে সবজি ও লটকন বেচাকেনা হয়। ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে দীর্ঘদিন ধরে চলছে এসব বাজারের ব্যবসা। এ কারণে দেখা দেয় তীব্র যানজট।

জানা গেছে, নরসিংদী জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট বারৈচা, শিবপুর বাজার। লটকনের সবচেয়ে বড় বাজার মরজাল। বেলাব ও রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ওপর পরপর তিনটি বাসস্ট্যান্ডে এসব বাজার।

ব্যবসায়ীরা জানান, বারৈচা ও মরজাল বাসস্ট্যান্ড বাজারের ভেতরে সবজি ও লটকন বেচাকেনার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে ক্রেতা-বিক্রেতারা ইচ্ছা করেই মহাসড়কে হাট বসান।

বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্রতি শুক্র, সোম ও বুধবার বারৈচা বাজারে সাপ্তাহিক হাট বসে। এ হাটে বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার সবজি বেচাকেনা করেন চাষিরা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সবজি কিনতে আসেন পাইকাররা। ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত শত শত সবজিবোঝাই ভ্যানগাড়ির দখলে থাকে মহাসড়ক। দেখা দেয় তীব্র যানজট।

শুক্রবার সকালে বারৈচা বাজারে দেখা গেছে, সবজি ক্রেতা-বিক্রেতা ও সবজিবোঝাই ভ্যানের কারণে মহাসড়কের উভয় পাশে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ যানযট। এ ছাড়া মহাসড়কের ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানপাট, বেলাব ও রায়পুরা সড়কের প্রবেশ পথে অটোরিকশা পার্ক করা। এ কারণেও যানজট সৃষ্টি হয় বলে অভিযোগ করেন কয়েকজন পথচারী।

একই চিত্র সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার শিবপুর বাজারেও। বারৈচা বাজার থেকে প্রায় দুই কিলোমিটার সামনে শিবপুর বাজার। এখানেও মহাসড়কে জমে ওঠে সবজির হাট। মরজাল বাসস্ট্যান্ড বাজারে প্রতিদিনই মহাসড়কে বসে লটকনের হাট। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে এলেও মহাসড়ক থেকে বাজার স্থানান্তরের কোনো পদক্ষেপ নেই প্রশাসনের।

বারৈচা মহাসড়কে সবজির হাট বসায় শুক্রবার যানজটে আটকা পড়েন সিলেটগামী শ্যামলী পরিবহনের চালক পাশা মিয়া। কপালের ঘাম মুছতে মুছতে তিনি বলেন, ‘ভাই প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার এখানে যানজট লেগে থাকে। এ জন্য মহাসড়কে সবজির হাট দায়ী।’

পথচারী দুলাল মিয়া জানান, মহাসড়কে এত বেশি ক্রেতা-বিক্রেতা ও ভ্যানের ভিড় থাকে যে, হাঁটাচলাও কষ্টকর। এখানে নেই কোনো ট্রাফিক পুলিশ। নেই কোনো ফুট ওভারব্রিজ সেতু।

কথা হয় বারৈচা বাজার কমিটির সভাপতি ও চরউজিলাব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাটের সঙ্গে। তাঁর ভাষ্য, মহাসড়ক থেকে রায়পুরা-বেলাব সংযোগ সড়কের প্রবেশ পথে অটোরিকশা পার্ক করে রাখা হয়। এ জন্য বারৈচা বাসস্ট্যান্ডে আরেকটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে অটোরিকশা পার্কিং বন্ধ হলেই যানজট কমে যাবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, ‘আমরা বারৈচা বাসস্ট্যান্ড বাজারে যানজটের কিছু কারণ বের করেছি। এখানে ফুটপাতগুলো দখল করে অস্থায়ী দোকান দিয়েছেন কিছু লোক, সড়ক দখল করে অটোরিকশা পার্ক করছেন চালকরা। এ ছাড়া মহসড়কে সবজি বেচাকেনা চলছে। শিগগিরই বারৈচা বাজারে অভিযান চালানো হবে।’

আরও পড়ুন

×