‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি’

দিনাজপুরে চাপাইতোর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১১:০৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১১:০৯
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জামায়াত-বিএনপি জোট আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তবে রাজপথে আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জে নবনির্মিত চাপাইতোর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সেতাবগঞ্জ পৌর মেয়র আসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কারবালার ইতিহাস নিয়ে কথা বলি। কারবালার ময়দানে নারী, শিশু, অন্তঃসত্ত্বাকে হত্যা করা হয়নি। কিন্তু ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতার বাসায় নারী-শিশু, অন্তঃসত্ত্বা এমনকি অসুস্থরা রক্ষা পাননি। কারবালার ঘটনাকেও হার মানিয়ে দেয় ১৫ আগস্টের এ জঘন্যতম হত্যাকাণ্ড।’
বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে দেশ অনেক আগেই সোনার বাংলায় পরিণত হতো দাবি করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে হিমালয়ের চূড়া থেকে সমতলে নামিয়ে আনা হয়েছিল। একটি হত্যাকাণ্ড বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান আমাদের শাসন করেছে, শোষণ করেছে, মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টার করেছে। বাংলাদেশ স্বাধীন হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে একথা বলে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল তারা। কিন্তু এদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বিশ্বাস রেখে ৩০ লাখ জীবনের বিনিময়ে বাংলা মাকে স্বাধীন করেছেন।