নদীভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার ব্লক ফেরত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১১:২৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১১:৩৪
বরিশালের উজিরপুরে নদীভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার ব্লক ফেরত দিলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রানা।
শনিবার সকালে তিনি ব্লকগুলো জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে ফেরত দেন।
এর আগে নদীভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার ব্লক ট্রাকযোগে বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পাউবোর উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রানার বিরুদ্ধে। তিনি বরিশাল পাউবো কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
এ বিষয়টি নিয়ে সমকালে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনায় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নির্দেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন ঘটনাটি তদন্ত করেন।
ইউএনও জানান, তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন তিনি।
পাউবোর উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রান বলেন, ‘ব্লকগুলো পাউবোর যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে ফেরত দিয়েছি।’
জেলা পাউবোর যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ব্লকগুলো ফেরত পাঠিয়েছেন শাকিল ইসলাম রানা। বর্তমানে ব্লকগুলো পানি উন্নয়ন বোর্ডে রাখা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।