ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাবির সাবেক ছাত্রীর বিষপান

চাকরি না পেয়ে হতাশ ছিলেন নিপা

চাকরি না পেয়ে হতাশ ছিলেন নিপা

ঋতু কর্মকার নিপা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ০১:৫৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০১:৫৩

প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে লেখাপড়া করেছেন। ২০১৩ সালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নিপা। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় সহপাঠীসহ গ্রামের মানুষ হতবাক। কী কারণে আত্মহত্যার পথ বেছে নিল, বুঝতে পারছেন না সহপাঠী রুবেল আহম্মেদ।

বিষপানের পর চিকিৎসাধীন গত শনিবার মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ঋতু কর্মকার নিপা। তাঁর বাল্যকালের সহপাঠী রুবেল। মাস্টার্স শেষ করে ঢাকার রসুলবাগের একটি মেসে থেকে বিসিএস ও যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সে স্বপ্ন ভেঙে গেল তাঁর। চাকরি না পাওয়ায় মানসিকভাবে তিনি চাপে ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

নিপার ছোট ভাই বিজয় কুমার কর্মকার বলেন, বিষপানের খবর পেয়ে মেডিকেলে যান তিনি। তাঁর এক বান্ধবীর বরাতে তিনি বলেন, শুক্রবার বিষপানের পর নিপা অস্থির হয়ে উঠেছিলেন। মেসে থাকতে না পেরে ঢাকা মেডিকেল কলেজে বান্ধবীর কাছে যান। তবে তিনি সেখানে ছিলেন না। পরে অন্য শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আত্মহত্যার কারণ জানতে পারেননি বলে জানান বিজয়। তবে মাস্টার্স সম্পন্ন করেও চাকরির ব্যবস্থা না হওয়ায় মানসিকভাবে চাপে ছিলেন নিপা বলে জানান তিনি। বিসিএস ও দেশের বাইরে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

গত শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপার মৃত্যু হয়। তিনি বাঘার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার সকালে বিষপানের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঋতুর সহপাঠী সেলিম রেজা বলেন, ঢাকা মেডিকেল কলেজের মেয়েদের আবাসিক হলে নিপাকে অসুস্থ অবস্থায় দেখতে পান অন্য শিক্ষার্থীরা। তাঁর (নিপার) কাছ থেকেই জানতে পারেন, বিষপান করেছেন তিনি। অন্যরা দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক স্টমাক ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করেন। পরে আইসিইউতে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সেলিম রেজা আরও বলেন, চাকরি না পাওয়া ছাড়াও নানা কারণে নিপা চাপে ছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন বলেন, ঘাসমারা জাতীয় বিষ পান করে নিপা আত্মহত্যা করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন নিপা। ২০২০ সালে মাস্টার্স শেষ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজের (ঢুসার্ক) সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

আরও পড়ুন

×