ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শোকসভা শেষে সংঘর্ষ, ইবি ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার

শোকসভা শেষে সংঘর্ষ, ইবি ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার

বহিষ্কার হওয়া ছাত্রলীগের ৮ কর্মী। ছবি-সংগৃহীত

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ০৭:৩৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ০৭:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠিয়েছে শাখা ছাত্রলীগ।

এর আগে গত রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা উপস্থিত ছিলেন।

সভা শেষে তিন সংসদ সদস্য ক্যাম্পাসে অবস্থানকালেই ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মিলনায়তনের সামনের আমতলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে একজন ছুরিকাঘাতের শিকার হন। এছাড়া আরও চারজন আহন হন। 

বহিষ্কার হওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন- জিয়াউর রহমান হলের ছাত্রলীগকর্মী আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শামীম রেজা ও একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পারভেজ হোসেন বানাত, ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল কাদের, ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিব মাসুদ অনুভব ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির খান, শেখ রাসেল হলের ছাত্রলীগকর্মী হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিক কোরাইশী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগকর্মী হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহাদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাসিন আজাদ। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, শৃংখলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে ছাত্রলীগ কখনো ছাড় দেয় না। গত রোববারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এর তদন্ত করে তাদেরকে ইবি শাখা থেকে সাময়িক বহিষ্কার করেছি এবং স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট চিঠি দিয়েছি।

আরও পড়ুন

×