ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মসজিদের ইমামকে কুপিয়ে জখম

মসজিদের ইমামকে কুপিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১২:০২ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ১২:০৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য মসজিদে দোয়া করার অভিযোগে যশোরের শার্শায় আশরাফুল ইসলাম ওরফে আশা (২৫) নামে এক ইমামকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার তিনি মোটরসাইকেলে নাভারণ থেকে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়াতে যাওয়ার সময় হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত সাত-আটজন মুখোশধারী ব্যক্তি তাঁর গতিরোধ করে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

আহত আশরাফুল ইসলাম আশা যাদবপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। তিনি উলাশী গিলাপোল জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন।

আশরাফুলের অভিযোগ, গত শুক্রবার উলাশীতে জুমার নামাজের শেষে সাঈদীর জন্য দোয়া করায় তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×