নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, তাতেই চলছে রান্না

ছবি- সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ০৬:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ০১:৩৬
এ খবর ছড়িয়ে পড়ায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ঘনিচা গ্রামে নেকবর আলীর বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
স্থানীয় বাসিন্দা ও নেকবর আলীর পরিবারের সদস্যরা জানান, ৪ বছর আগে ঢাকা থেকে এলাকায় এসে ০.২৬ শতাংশ জমি ক্রয় করে নেকবর আলী ওই জমিতে ছোট পুকুর খনন এবং বাড়িঘর তৈরি করেছেন। এরপর থেকে পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছেন। প্রায় দুই বছর আগে বাড়ির দক্ষিণ পাশে একটি অগভীর নলকূপ বসানো হয়।
এর দুইমাস পর থেকে ওই নলকূপে আর পানি ওঠে না। একপর্যায়ে নলকূপটি একেবারে অকেজো হয়ে যায়। চলতি বছর প্রায় বাড়ির উত্তর-পূর্বদিকে আরেকটি অগভীর নলকূপ বসানো হয়। সম্প্রতি ওই নলকূপটি থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। এরপর সেটি মেরামতের চেষ্টা করা হয়।
গত ৫ দিন আগে মেরামতের জন্য নলকূপের ওপরের মাথা খোলা হলে শোঁ শোঁ শব্দ শুনতে পাওয়া যায়। পরে আগুন জ্বালিয়ে সেটি পরীক্ষা করলে গেলে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর থেকে নলকূপ থেকে নির্গত হওয়া গ্যাসেই ওই পরিবারের রান্নার কাজ চলছে।
এদিকে বাড়ির দক্ষিণ পাশের জমিতে ২ বছর আগে স্থাপন করা নলকূপ থেকেও বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছে পরিবারের লোকজন।
নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেখানে রান্না করার ব্যবস্থা করে দেই। গত চারদিন ধরে আমার স্ত্রী সেখানেই রান্নার কাজ করছে।
- বিষয় :
- নলকূপ
- গ্যাস
- গ্যাস নির্গত
- অগভীর নলকূপ
- ময়মনসিংহ
- নেত্রকোনা