বঙ্গবন্ধুর সমাধিতে সিসিক মেয়রের শ্রদ্ধা

ছবি-সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ | ১৬:৪৮
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, নিজাম উদ্দিন, ড. আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, এমপি হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক প্রমুখ।
- বিষয় :
- বঙ্গবন্ধুর সমাধি
- সিসিক মেয়র
- শ্রদ্ধা