ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ, সাবেক স্বামী গ্রেপ্তার

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ, সাবেক স্বামী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ১৮:০০

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

চার বছর আগে শিবচর উপজেলার মাদবরের চর এলাকার সুমন শিকদারের সঙ্গে একই এলাকার সাদিয়া আক্তারের বিয়ে হয়। সুমন বেকার ও মাদকাসক্ত হওয়ায় সংসারে অশান্তি লেগেই থাকত। এসব কারণে সাদিয়া তাকে তালাক দেন। এরই মধ্যে সাদিয়ার বিয়ে ঠিক হয়। একথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সুমন ১৬ আগস্ট রাতে তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে সাদিয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনায় পরদিন সকালে সাদিয়ার বোন তাছলিমা আক্তার শিবচর থানায় মামলা করেন। ঘটনার পর পালিয়ে যায় সুমন। তাকে জাজিরার মাঝিরচর থেকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, সুমন এসিড নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছে। তার সহযোগীদের ধরতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন

×