ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে বিএনপির কালো পতাকা মিছিলে বিস্ফোরণ, যুবক আটক

সিলেটে বিএনপির কালো পতাকা মিছিলে বিস্ফোরণ, যুবক আটক

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ০২:৩১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ | ০২:৩১

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে সিলেট নগর বিএনপি। শনিবার বিকেলে নগরের রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। মিছিল চলাকালে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়। 

জানা গেছে, মিছিলটি কোর্ট পয়েন্ট এলাকায় পৌঁছামাত্র একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। যে যার মত করে দৌড়াতে থাকেন। একপর্যায়ে আব্দুল কাদির জিলানী নামে এক যুবককে আটক করে পুলিশে দেন নেতাকর্মীরা। 

বিএনপি নেতাদের দাবি- উদ্দেশ্যমূলকভাবে ওই যুবক বিএনপির মিছিলে ‘ককটেল’ ফোটাতে চেয়েছিলেন। এসময় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ সমকালকে জানান, মিছিল থেকে পটকাসহ আব্দুল কাদির জিলানী নামে একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই। 

এর আগে রেজিস্টারি মাঠে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকার ক্ষমতায় থাকলে দেশে কোন দিনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং হারানো গণতন্ত্র ফিরে আসা অসম্ভব।

দুদু বলেন, আমাদের দাবি একটাই, একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। 

সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী।

আরও পড়ুন

×