ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্ত্রী হত্যার দুই মাস পর গ্রেপ্তার আসামি

স্ত্রী হত্যার দুই মাস পর গ্রেপ্তার আসামি

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০

কালিয়াকৈরের গৃহবধূ হাফেজা আক্তার হত্যার দুই মাস পর তাঁর স্বামী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। শনিবার রাতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন কোন্ডলবাগ থেকে তাকে আটক করা হয়। পরে গতকাল রোববার তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ হাফেজা হত্যায় হওয়া মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখিয়েছে।

র‍্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন মাসুদকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চুপকারচর গ্রামের আহজ উদ্দিনের ছেলে মাসুদ পাঁচ বছর আগে কালিয়াকৈরের পূর্ব মৌচাক এলাকার হাসেম সিকদারের মেয়ে হাফেজাকে বিয়ে করেন। মাসুদের আগের সংসারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ তথ্য প্রকাশ হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। ২৭ জুন রাতে কয়েকজন সহযোগী নিয়ে হাফেজাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখেন মাসুদ।

পর দিন হাফেজার ছোট ভাই সাব্বির আহমেদকে মাসুদ ফোনে জানান, তাঁর বোন অসুস্থ। সাব্বির কামরাঙ্গাচালার ভাড়া বাসায় গিয়ে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় তখন অপমৃত্যুর মামলা হয়। ২০ জুলাই ময়নাতদন্তের প্রতিবেদন পায় পুলিশ। ২৫ জুলাই মাসুদকে আসামি করে হত্যা মামলা করেন হাফেজার বাবা হাসেম সিকদার।

আরও পড়ুন

×