ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ

গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিলেন সমাজপতিরা

গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিলেন সমাজপতিরা

ফাইল ছবি

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১৬:২৬

নওগাঁর বদলগাছিতে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ তুলে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলার অভিযোগ উঠেছে স্থানীয় সমাজপতিদের বিরুদ্ধে। সোমবার দুপুরে বদলগাছি উপজেলায় এ ঘটনা ঘটে। 

প্রতিবেশীদের দাবি, একই গ্রামের এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রামের মাতব্বর বিমল পাহান এবং সুভাষ পাহানের নির্দেশে মাথা ন্যাড়া ও ঘোল ঢালা হয়।

আজ বিকেলে ওই গ্রামে গিয়ে সমাজপতিদের কাউকে পাওয়া যায়নি। তবে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীরা ভুক্তভোগীকে ঘর বের হতে দিচ্ছেন না। 

এ বিষয়ে ওই গৃহবধূ বলেন, ‘আমার সঙ্গে কারোর অনৈতিক সম্পর্ক নেই। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছেন।’ 

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা জানান, ওই গৃহবধূ দুই সন্তানের জননী। একই গ্রামের এক যুবকের সঙ্গে তার ‘পরকীয়ার সম্পর্ক’ ছিল। ১০-১২ দিন আগে নিজ বাড়িতে ‘অনৈতিক সম্পর্কের’ সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন তার স্বামী। এরপর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। শনিবার ভুক্তভোগী নারীকে স্বামীর বাড়িতে আনা হয়। তখন তাকে শুদ্ধ (পবিত্র) করার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক সোমবার দুপুরে গ্রামের লোকজনের উপস্থিতিতে তাকে শুদ্ধ করা হয়।

প্রতিবেশী গোবিন্দ সাহা (৭৫) বলেন, ‘আমাদের গ্রামে আগে কখনও মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেনি। অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার।’ 

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই।’

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×