ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মানিকগঞ্জ

এক দিনে উদ্ধার ৩ তরুণের ঝুলন্ত মরদেহ

এক দিনে উদ্ধার ৩ তরুণের ঝুলন্ত মরদেহ

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৭:০৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১৭:০৭

মানিকগঞ্জে এক দিনে তিন তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সদর ও দৌলতপুর উপজেলার তিন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- সদরের দোকানকর্মী মো. জাহিদ হোসেন (২৬) ও পিকআপচালক মো. রাকিব হোসেন (২০) এবং দৌলতপুরের কলেজছাত্র শিশির হোসেন (২০)।

পরিবারের বরাতে পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক থেকে বছর দেড়েক আগে বিয়ে করেন সদর উপজেলার জাগীর ইউনিয়নের নতুন বাইচাল গ্রামের দোকানকর্মী জাহিদ। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কলহ চলছিল। এর জের ধরে সোমবার ভোরে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

একই উপজেলার দিঘি ইউনিয়নের ভাটবউর গ্রামের মজনু মিয়ার ছেলে রাকিব হোসেন পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মায়ের সঙ্গে অভিমান করে রোববার রাতে আত্মহত্যা করেন তিনি। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

দৌলতপুরের চকমিরপুর ইউনিয়নের চক হরিচরণ গ্রামের গোলাপ হোসেনের ছেলে শিশির মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সোমবার সকালে নিজ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ও দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তারা জানতে পেরেছেন পারিবারিক কলহের জের ধরে ওই তিনজন আত্মহত্যা করেন। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন

×