ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আটক ২

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৩:২১

ভোলার রোবহানউদ্দিনের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে  জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের পর্যবেক্ষণে আব্দুল্লাহ আল মুজাহিদ এবং শফিক আহমেদ নামের দুইটি ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে বলে শনাক্ত করা হয়্। এর পর জেলা গোয়েন্দা পুলিশের টিম ও দেবিদ্ধার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে দুইজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা তাদের দোষ স্বীকার করেন। তাদের মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×