সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, আদালতে মামলা

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ২০:৫৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ২০:৫৮
যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আদালতে মামলা করা হয়েছে। ১২ জনকে আসামি করে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) তদন্তের নির্দেশ দিয়েছেন।