ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ধুনটে জামায়াত নেতাসহ আটক ৩

ধুনটে জামায়াত নেতাসহ আটক ৩

ধূনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৪:২৬

বগুড়ার ধুনটে উপজেলা জামায়াতের সাবেক আমীরসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলাম দুলাল (৬৫), শাকদহ গ্রামের মোবারক হোসেনের ছেলে নাহিদ হাসান (২২) ও উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪০)।

থানা সুত্রে জানা যায়, জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় ২০১৭ সালের ৩০ শে জুন সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়। সেই মামলার পালাতক আসামী হিসেবে তাকে আটক করা হয়েছে।  নাহিদ হাসান শেরপুর থানায় মাদক মামলার একজন পালতক আসামী ছিলেন । অন্যদিকে হেলাল উদ্দিনকে তার নিজ এলাকায় মাদক বিক্রি করার সময় ৫ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশ। 

ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আটককৃতদের মঙ্গলবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।




আরও পড়ুন

×