২১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
‘অরাজনৈতিক’ হেফাজতে ফিরেছে রাজনৈতিক নেতারা

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৫:১২ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৫:১৫
অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে ফিরেছেন রাজনৈতিক নেতারা। ২ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতায় জড়িতরা কমিটি থেকে বাদ পড়েছিলেন। বৃহস্পতিবার পুনর্গঠিত কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২১১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করে হেফাজত। তবে আলোচিত কারাবন্দি নেতা মামুনুল হকের জায়গা হয়নি কমিটিতে।
নতুন কমিটিতে জামিয়া দারুল মা’আরিফ মাদ্রাসার মহাপরিচালক সুলতান যওক নদভীকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। আমীর হিসেবে আছেন শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সিনিয়র নায়েবে আমীর হিসেবে রাখা হয়েছে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী ও ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জীকে।
এছাড়া ৪৫ জনকে নায়েবে আমীর রাখা হয়েছে। এরমধ্যে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের ও হেফাজতের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানি। জায়গা পেয়েছেন ইসলামী ঐক্যজোটের প্রয়াত নেতা মুফতি ফজলুল হক আমিনীর জামাতা মাওলানা সাখাওয়াত রাজীও।
মহাসচিব পদে আছেন সাজিদুর রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আছেন জুনায়েদ আল হাবীব। ১০ জন যুগ্ম মহাসচিবের মধ্যে রয়েছেন- নেজামে ইসলামী পার্টির চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে মুফতি হারুন ইজাহার, নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দীন আহমদ। ১৪ জন সহকারী মহাসচিবের মধ্যে রয়েছেন নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইজাহার। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামীর নেতা আবদুর রব ইউসুফী ও জুনায়েদ আল হাবিব, খেলাফত মজলিসের নেতা সাখাওয়াত হোসাইন, শোয়ায়েব জমিরিসহ আরও বেশ কয়েকজন রাজনৈতিক ফিরেছেন হেফাজতের কমিটিতে।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আজহারী বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে গঠিত ১২ সদস্যের সাব কমিটি আজ আমীরে হেফাজতের কাছে নতুন করে ২১১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্যে উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করে। আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এ কমিটি অনুমোদন করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কওমি মাদ্রাসাভিত্তিক একটি ‘অরাজনৈতিক’ সংগঠন। ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে এর যাত্রা শুরু হয়। হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী সংগঠনটির প্রতিষ্ঠাতা। ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে হেফাজত বিক্ষোভ ও হরতাল ডাকে। এসময় ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন। সংঘাতে অর্ধশত মামলার পর মামুনুল হকসহ হেফাজতের ডজন খানেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের অনেকেই এখনও কারাবন্দি। ২০২১ সালের ২৫ এপ্রিল রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির তৎকালীন আমির জুনাইদ বাবুনগরী। এর দুই মাসের মাথায় ৭ জুন ঢাকার খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলন ডেকে হেফাজতের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। সেই কমিটিতে ধর্মভিত্তিক রাজনীতিতে জড়িত সব নেতাকে বাদ দেওয়া হয়।
- বিষয় :
- হেফাজতে ইসলাম
- কেন্দ্রীয় কমিটি
- ঘোষণা