ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘটি-বাটি বিক্রি করে কিস্তি দিতে হতো, ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী

ঘটি-বাটি বিক্রি করে কিস্তি দিতে হতো, ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৬:২৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এক সাহেব তিনি শিক্ষিত সাহেব, তিনি ডাক্তার, তিনি এসেছেন একটা ব্যাংক নিয়ে। আপনারা দেখছেন তিনি প্রত্যেক উপজেলায় একটা বিল্ডিং বানিয়েছেন, যার অর্ধেক টাকা আপনাদের আর অর্ধেক টাকা বিদেশিদের দেওয়া সাহায্যের। বিদেশিদের বলেছে, আমার দেশের মানুষ গরিব, তাদের টাকা দিলে বড় লোক হবে। তারপর তিনি আসছে জনগণের কাছে। তার কাছ থেকে এক টাকা ঋণ নিলে ৩০ পয়সা লাভ দিতে হয়। আর কিস্তি দিতে না পারলে ঘটি-বাটি ও হাস-মুরগি বিক্রি করে কিস্তি দিতে হতো। এতে করে উনার বিল্ডিং বড় হচ্ছে। নিঃস্ব হচ্ছে জনগণ।’

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বৃহস্পতিবার আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ। 

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, ‘একজন ৩ বার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনূস টাকা দিয়েছিলেন তিনিই এখন ড. ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কিসের সংগ্রাম? এটা আমাদের অপমান করার সামিল। আমরা সুষ্ঠু বিচার করতে জানি। উনি যদি অন্যায় না করে থাকেন তাহলে খালাস পাবেন।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটা দেশ, একটা পতাকা, একটা জাতীয় সংগীত দিয়ে গেছেন। আর বিনিময়ে তিনি পেয়েছেন আপনাদের ভালবাসা। পাকিস্তানিরা কিন্তু তাকে মারেনি, তাকে হত্যা করেছেন কিছু বেঈমান বাঙ্গালি। যদি হিমালয়ের সব পানি দিয়ে ধুয়ে দেওয়া হয় তবুও এ কলঙ্ক মুছবে না।’ 

সাইবার নিরাপত্তা আইন নিয়ে টিআইবিট মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, টিআইবি যা বলেছে, এর কোনটায় সত্য নয়। সাংবাদিকরা ও জনগণ ডিজিটাল নিরাপত্তা আইন ও সিকিউরিটি আইন পাশাপাশি রেখে পড়লে বুঝতে পারবেন, কতটা পরিবর্তন করা হয়েছে। যেখানে উনাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে।’

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান নান্নুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলাম কাউসার প্রমুখ।

আরও পড়ুন

×