সাঈদীর মৃত্যুতে শোক
ক্ষমা চাইলেন বহিষ্কৃত যুবলীগ কর্মী

শ্যামপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমা চান মেহেদী হাসান শামীম - সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৫:৫৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৫:৫৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে বহিষ্কার হওয়া যুবলীগ কর্মী মেহেদী হাসান শামীম ক্ষমা চেয়েছেন। বুধবার রাতে শ্যামপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ক্ষমা চান।
শামীম বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন শাখা যুবলীগের কর্মী। গত ২২ আগস্ট তাঁকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।
শামীম বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তিনি জড়াবেন না। তবে তাঁর অভিযোগ, বহিষ্কার করার আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তা ছাড়া সাঈদীর মৃত্যুর সংবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেকে শোক প্রকাশ করেন। যার স্বাক্ষরে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তিনি ১৯৯৯ সালে বাকেরগঞ্জ হেলিপ্যাড মাঠে মাহফিল শেষে সাঈদীকে বাড়িতে নিয়ে দাওয়াত খাইয়েছিলেন।