ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুর পৌর আ’লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ফরিদপুর পৌর আ’লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শহরের মুজিব সড়কে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৭:২৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৭:২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসজুড়ে কর্মসূচির অংশ হিসেবে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফরিদপুর পৌর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দুপুরে শহরের মুজিব সড়কে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বাধীনতা যুদ্ধে নিহত ও ১৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান, শোকাবহ এই মাসে সাধারণ মানুষের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করছি। বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছেন। তার পরিবার ও তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। 

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শফিকুল ইসলাম পাপলু, নুরুল আমিন বাপ্পী, ইকবাল হোসেন, চুন্নু কাজী, তাসকির হোসেন মুন্না প্রমুখ।

আরও পড়ুন

×