ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আশুলিয়ায় কবর থেকে ৫ নারীর কঙ্কাল চুরি

আশুলিয়ায় কবর থেকে ৫ নারীর কঙ্কাল চুরি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৫

সাভারের আশুলিয়ায় কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশুলিয়ার শিমুলতলা গাজীর দরগা সরকারি কবরস্থান থেকে বৃহস্পতিবার রাতে কঙ্কালগুলো চুরি হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে দুপুরে আশুলিয়া থানায় অভিযোগ করেন কবরস্থানের সভাপতি মোখলেছুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া কঙ্কালগুলো সবই নারীর। 

স্থানীয়রা জানান, গাজীর দরগা কবরস্থানের এক পাশে নারী এবং অপর পাশে পুরুষের লাশ দাফন করা হয়। কঙ্কাল চুরি হয়েছে শুধু নারীদের অংশের কবরগুলো থেকে। দেড় বছর আগে নারীদের অংশে স্থানীয় বাসিন্দা মাহমুদা খানমের লাশ দাফন করা হয়। এর পর থেকে প্রতি শুক্রবার মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তাঁর ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে কবরস্থানে এসে মায়ের কবরটি খোঁড়া দেখতে পান তিনি। পরে স্থানীয়রা কবরস্থানে আরও চারটি খোঁড়া কবর আবিষ্কার করলে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেন। 

কবরস্থানের দায়িত্বে থাকা খাদেম মনির হোসেন বলেন, কঙ্কাল চুরির খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।

কবরস্থানের সভাপতি মোখলেছুর রহমান বলেন, এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। আশুলিয়া থানার এসআই অপূর্ব সাহা জানান, কঙ্কাল চুরির বিষয়টিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের একটি কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। ২০১৯ আশুলিয়ার শ্রীখণ্ডিয়া থেকে সাতটি এবং ২০১৫ গোকলনগর এলাকা থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়। তবে এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

×