ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসকের স্ত্রী গ্রেপ্তার

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসকের স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার হামিদা খাতুন। ছবি-সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৬

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পলাশ উপজেলার বালুচরপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তাসলিমা বেগম নামে গৃহকর্মী বেতনের টাকা চাইতে গেলে চিকিৎসকের স্ত্রীর মারধরের শিকার হয়। অভিযুক্ত হামিদা খাতুন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র হাসপাতালের আবাসিক সিনিয়র চিকিৎসক শহিদ উল্লার স্ত্রী।

জানা গেছে, এক বছর ধরে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সিনিয়র চিকিৎসক শহিদ উল্লার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে তাসলিমা বেগম। সাত মাস ধরে বেতনের টাকা না দিয়ে তাকে নির্যাতন করে আসছেন হামিদা খাতুন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেতনের টাকা চাইতে যায় গৃহকর্মী তাসলিমা। তখন বকেয়া পরিশোধ না করলে আর কাজ করবে না বলে জানায় সে। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন হামিদা। এক পর্যায়ে গৃহকর্মী ছুটে গিয়ে আশপাশের মানুষকে বিষয়টি জানালে উত্তেজিত জনসাধারণ ওই চিকিৎসকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করে। পুলিশ গিয়ে উত্তেজিত মানুষদের নিয়ন্ত্রণ করে অভিযুক্ত হামিদা খাতুনকে গ্রেপ্তার করে।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নির্যাতনের শিকার গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×