কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা

নিহত কলেজশিক্ষক পারভেজ আলম। ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:০৭ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:০৭
বগুড়ার শাজাহানপুরে পারভেজ আলম (৪৫) নামে এক কলেজশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ছেলে হত্যার খবর পেয়ে বাবা মনসুর তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার বাসিন্দা ও বগুড়া কৈচড় বিএম কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, পারভেজ স্থানীয় সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ৪ থেকে ৫ জন তার পথরোধ করে কোপাতে থাকে। পারভেজ দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাকে কোপানো হয়। পরে স্থানীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবরে পারভেজের বাবা সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া হৃদরোগে আক্রান্ত হন।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে চাঁদার দাবিতে সাগর ও তার লোকজন ছুরিকাঘাত করেন। ওই সময় পান্না বেঁচে যান। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এ নিয়ে আগস্ট মাসে আইনশৃঙ্খলা মিটিংয়ে অভিযোগ জানানো হয়। ওসি সেখানে উপস্থিত ছিলেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের কোপে পারভেজের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে অভিযান চলছে।
ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারভেজের পরিবারকে একাধিকবার সাগরের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছিল। তবে তারা মামলা করেননি। চেয়ারম্যান অভিযোগ দিলে ওই এলাকায় অভিযান চালানো হয়। তখন সাগর বাধ্য হয়ে কয়েকদিন আগে এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে। তার কয়েকজন সহযোগীকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- বগুড়া
- কলেজশিক্ষক
- কুপিয়ে হত্যা