ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টিকটক ভিডিও তৈরিতে বাধা

ওসমানী বিমানবন্দরে পুলিশকে মারধরকারী ৪ যুবক কারাগারে

ওসমানী বিমানবন্দরে পুলিশকে মারধরকারী ৪ যুবক কারাগারে

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৯ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৯

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও তৈরিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৪ যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা মামলায় শনিবার তাদের আদালতে তোলা হয়।

অভিযুক্তরা হলেন– সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গরগরি এলাকার সুরুজ আলীর ছেলে জুবেল, জুয়েল ও জুমেল এবং বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে আবজাল।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় এক আত্মীয়কে বিমানবন্দরে বিদায় জানানোর পর ফেরার পথে ওই যুবকরা টিকটক ভিডিও তৈরি করছিলেন। ওই সময় পুলিশ ও এপিবিএন সদস্যরা বাধা দিলে নয়ন চন্দ্র নামে এক পুলিশ সদস্যকে মারধর করেন তারা। পরে তাদের আটক করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন সমকালকে জানান, এ ঘটনায় ওই রাতেই আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন।  

আরও পড়ুন

×