ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাইক্রোবাস চালকের ছুরিকাঘাতে টিভি মেকানিক নিহত

মাইক্রোবাস চালকের ছুরিকাঘাতে টিভি মেকানিক নিহত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩৫

সুনামগঞ্জের ছাতকে সিগারেট খাওয়া নিয়ে তর্কের জেরে মাইক্রোবাস চালকের ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন মাসুম নামে এক টেলিভিশন মেকানিক নিহত হয়েছেন। মাসুম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নোয়ারাই এলাকার মফিজুর রহমানের ছেলে।

শুক্রবার মধ্যরাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিবহন ঘাট এলাকায় সুরমা নদীর তীরে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন চালক হোসাইন আহমদকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিবহন ঘাট এলাকায় মোজাম্মেল হোসেন মাসুমের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে তর্কে জড়ায় স্থানীয় মাইক্রোবাস চালক হোসাইন আহমদ। এর জেরে হোসাইন আহমদ একপর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করলে মাসুম মাটিতে লুটিয়ে পড়েন।

ছুরিকাঘাতে গুরুতর আহত মাসুমকে ভোরে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে মাইক্রোবাস চালক হোসাইন আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘাতক হোসাইন পৌরসভার বাগবাড়ী মহল্লার হুমায়ুন কবিরের ছেলে।

ছাতক থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুমের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় জড়িত সন্দেহ আটক হোসাইন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×