ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই: শাহরিয়ার কবির

দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই: শাহরিয়ার কবির

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির - ফাইল ছবি

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৩

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ‘যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তারা পাকিস্তানে ফিরে যাক। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। দেশ পরিচালনায় তাঁর বিকল্প নেই। সুতরাং, আমাদের মনে রাখতে হবে, আমার ভোট আমি দেব, তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেব।’

শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রকোনা জেলা সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জেলা শহরের মোক্তাপাড়ায় পাবলিক হলে এ আয়োজন করা হয়।

শাহরিয়ার কবির বলেন, ‘এখন সবাই মানবাধিকারের কথা বলে। কিন্তু বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় এসে নির্মমভাবে মানুষকে অত্যাচার-নির্যাতন করেছিল, পুড়িয়ে হত্যা করেছিল, সংখ্যালঘুদের তাড়িয়ে দিয়েছিল, তখন কোথায় ছিল এসব মানবাধিকার সংগঠন? কোথায় ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল?’

তিনি বলেন, যদিও তখন আমাকে জেলে আটকে অত্যাচার করা হলে মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিল অ্যামনেস্টি। অন্যদের বেলায় কোনো ভূমিকা রাখেনি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মনিক। নেত্রকোনা ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব শাহীন উদ্দিন আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় প্রমুখ।

আরও পড়ুন

×