শাহজাদপুরে ইলিশ ধরায় ২ জেলের জরিমানা, জাল ধ্বংস

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৫:৪১
সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ঘাটাবাড়ীর চরের যমুনা নদী থেকে মা ইলিশ ধরায় ২ জেলেকে জরিমানা ও জব্দকৃত ২০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার জালালপুর ঘাটাবাড়ীর চরের যমুনা নদীতে অভিযান চালানোর সময় মা ইলিশ ধরার কারণে ঘাটাবাড়ী গ্রামের মৃত মোকরম বেপারীর ছেলে আব্দুল মালেক(৩২) ও সদিয়া চাদপুর গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মোঃ ইয়ামিন(২৪) কে ২০ কেজি মা ইলিশ এবং ২০হাজার মিটার জালসহ আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে ইলিশগুলো পাশ্ববর্তী এতিমখানায় দান করেন।