ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আহ্বায়কের ওপর হামলা

ছাত্রদলের সদস্যসচিবকে শোকজ

ছাত্রদলের সদস্যসচিবকে শোকজ

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিকুল ইসলাম। ছবি: সমকাল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাপুর উপজেলার ছাত্রদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম মৃধার সাংগঠনিক পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।  

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘জেলা ছাত্রদল নোটিশ দিয়েছে। আমিও জবাব দিয়েছি। বাকি সিদ্ধান্ত জেলার নেতাদের কাছে।’ 

গত ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরনের ওপর সদস্যসচিব রফিক মৃধাসহ আট-নয়জন এ হামলা চালান। এতে গুরুতর আহত হন কিরন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 


আরও পড়ুন

×