বৃদ্ধার শরীর ঝলসে দিলেন দুই পুত্রবধূ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃদ্ধা শাশুড়ি রহিমা খাতুনের শরীরে তরকারির গরম ঝোল ঢেলে দেওয়া হয়েছে। তার পুত্রবধূ রুমা আক্তার সামিয়া ও রত্না আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার রহিমা খাতুন (৭০) বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের মৃত নূরুল ইসলামের স্ত্রী। গত ২৭ আগস্ট সকালে তাঁর ওপর গরম ঝোল ঢেলে দেওয়া হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে গজারিয়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বৃদ্ধা রহিমা খাতুন বলেন, তাঁর তিন ছেলের সবাই প্রবাসী। বড় ছেলে কাউসারের পরিবার অন্যত্র ভাড়া থাকে। মেঝো ও ছোট ছেলের বউ তাঁর বাড়িতে বসবাস করছেন। ছেলেরা দেশের বাইরে থাকায় উচ্ছৃঙ্খল জীবন-যাপন করেন ছেলের বউ রুমা আক্তার সামিয়া ও রত্না আক্তার। তাতে নিষেধ করায় তাঁর গায়ের ওপর তরকারির গরম ঝোল ঢেলে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে রুমা আক্তার সামিয়া ও রত্না আক্তারের ব্যবহৃত মোবাইলে ফোনে কল দিলেও রিসিভ করেননি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ভুক্তভোগী এক বৃদ্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- বৃদ্ধা