বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৭:০১
বগুড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট থেকে আধা কিলোমিটার পশ্চিমে সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেন পদ্মরাগের নিচে ঝাঁপ দেন তিনি।
নিহত অটোরিকশা চালক সবুজ (২০) বগুড়ার ধুনট উপজেলার উত্তর কান্তনগর গ্রামের মোল্লা প্রামাণিকের ছেলে। ময়না তদন্ত শেষে বিকেলে তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিপি সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ট্রেনের নিচে ঝাঁপ দেন সবুজ। এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যাচ্ছিল না।
লিপি সরকার জানান, এক পর্যায়ে নিহতের পরনের প্যান্টের ভেতর থেকে ভেঙ্গে যাওয়া একটি মোবাইল ফোনের সিমকার্ড খুলে অন্য মোবাইল ফোনে অ্যাকটিভ করা হয়। এরপর তার নম্বরে আসা কলের সূত্র ধরে বিকেল সাড় ৪টার দিকে নিহত ব্যক্তির নাম সবুজ বলে তারা নিশ্চিত হন।
এ ঘটনায় রেলওয়ের বোনারপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
রেলওয়ে পুলিশের এএসআই লিপি সরকার বলেন, মৃতদেহ নিতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুজ পেশায় একজন অটোরিকশা চালক। অবিবাহিত সবুজের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে সে আত্মহননের পথ বেছে নিয়েছে।
- বিষয় :
- বগুড়া
- ট্রেনের নিচে ঝাঁপ