ব্যবসায়ীর গুদামে মিলল ২০ টন সরকারি চাল

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৬ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৬
পঞ্চগড় বাজারের চালহাটিতে আবদুস সাত্তার নামে এক চাল ব্যবসায়ীর গুদামে ২০ টন সরকারি চাল মজুত পাওয়া গেছে।
খবর পেয়ে বুধবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নান শেখ, চেম্বারের ট্রেজারার আবদুস সামাদ পুলক, সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে যান। পরে ব্যবসায়ীর কাগজপত্র দেখে কোনো ব্যবস্থা না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
এ সময় সরকারি চালের বস্তার ছবি তোলার সময় পুলিশের সামনেই গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়াসহ গালাগাল করেন ওই ব্যবসায়ী।
আবদুস সাত্তার জানান, নাটোরের গুরুদাসপুরের গৌতম ট্রেডার্স থেকে তিনি ২০ টন চাল কেনেন। এসব চাল টিআর ও কাবিখার চাল বলেও তিনি স্বীকার করেন।
তবে চালের বস্তায় খাদ্য বিভাগের লোগো থাকলেও খাদ্য বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি।
চাল ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, ‘আমি নাটোরের গৌতম ট্রেডার্স থেকে চালগুলো কিনেছি। দীর্ঘদিন ধরে এভাবে চাল কিনে ব্যবসা করছি। আমার সব কাগজ ঠিক আছে। তাই খাদ্য বিভাগ ও পুলিশের কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে চলে গেছেন।’
সদর থানা পুলিশের ওসি আবদুল লতিফ মিঞা বলেন, আমরা কাগজপত্র যাচাই করে দেখেছি, তার ক্রয়সংক্রান্ত কাগজ ঠিক আছে। আপনারা আপনাদের মতো যাচাই করে দেখেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার বলেন, গুদাম থেকে কোনো চাল বেরিয়ে গেলে আমাদের আর কোনো দায়দায়িত্ব থাকে না।
- বিষয় :
- সরকারি চাল
- চাল মজুত
- রংপুর
- পঞ্চগড়