নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:১৬ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:১৬
নেত্রকোনা কলমাকান্দায় উব্দাখালী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের কেশবপুর গ্রামের কালীমন্দিরের সামনে উব্দাখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় কেশবপুর গ্রামের কালী মন্দিরের সামনে উব্দাখালী নদীর পাড় থেকে দুর্গন্ধ আসছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীর কিনারায় গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, এরই মধ্যে লাশের শরীরে পচন ধরেছে। মরদেহটি বেশ কয়েকদিন আগের হবে বলে ধারণা করছেন তারা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সমকালকে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
আজ (বৃহস্পতিবার) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।