অনির্দিষ্টকালের জন্য কয়লা-পাথর বিক্রি বন্ধের ঘোষণা

প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৭
নদীতে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ এনে আগামী শনিবার থেকে কয়লা ও চুনাপাথর বিক্রি এবং পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের আমদানিকারকরা। বৃহস্পতিবার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের জরুরি সভায় ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের কথা জানান।
আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তাহিরপুর সীমান্তের তিনটি শুল্ক স্টেশনে মাইকিং করে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের কথা জানানো হয়েছে। এর আগে নৌ-পরিবহন শ্রমিকরাও একই অভিযোগ জানিয়েছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে।
জানা যায়, বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের প্রায় ৭০০ আমদানিকারক চুনাপাথর ও কয়লা পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। নদীর ডাম্পের বাজার নৌঘাটে বিআইডব্লিউটিএ ও স্থানীয় তহশিল অফিসের পক্ষ থেকে টোল আদায় করেন কিছু লোক। ব্যবসায়ীদের দাবি, সেখানে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হয়। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে তারা শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মালপত্র বিক্রি ও বহন বন্ধ রাখবেন।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সচিব রাজেশ তালুকদার জানান, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কয়লা, পাথর বিক্রি ও বহন বন্ধ রাখার জন্য সমিতির পক্ষ থেকে তিন শুল্ক স্টেশনে মাইকিং করা হয়েছে।
কয়লা আমদানিকারক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের জানান, নিয়ম অনুযায়ী যে টোল আদায় করার কথা, তার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। আবার শ্রীপুর ও মন্দিহাতা এলাকায়ও চলন্ত অবস্থায় টোলের নামে চলছে চাঁদাবাজি।
তাহিরপুর সীমান্তের ডিহিবাটি তহশিল অফিসের তহশিলদার রুহুল আমিন জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাটলাই নদী দখলে রাখার। লোকবল কম থাকায় অন্য কিছু লোক দিয়ে খাস কালেকশন করানো হয়। অতিরিক্ত অর্থ আদায় করতে চাইলে নৌ-শ্রমিকরা রশিদ চাইবেন, রশিদ ছাড়া কাউকে টাকা না দিলেই আর সমস্যা হওয়ার কথা নয়।
বিআইডব্লিউটির ইজারাদার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক রতন মিয়ার বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সাড়া মেলেনি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, বিআইডব্লিউটির ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ পেয়ে বিষয়টি নৌ-পরিবহন সচিবকে জানানো হয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- কয়লা
- পাথর
- বিক্রি বন্ধ