ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চবির শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কা, ১৫ শিক্ষার্থী আহত

চবির শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কা, ১৫ শিক্ষার্থী আহত

দুর্ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১৫ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:৪৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কা লেগে আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বটতলী স্টেশন থেকে শহরগামী রাত সাড়ে ৮টার শাটলে এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনই এ ট্রেনে তুলনামূলক ভিড় বেশি থাকে। ভেতরে জায়গা না পেয়ে অনেকেই শাটলের ছাদে উঠেন। বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকালে চৌধুরীহাঁটে একটি গাছের ডাল নিচু হয়ে যায়। ওইদিন বিকেলেও এক শিক্ষার্থী ওই গাছের ধাক্কায় আহত হন। তবে রাতে অন্ধকার থাকায় গাছের ডালের ধাক্কায় অনেক শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাছের ধাক্কায় অনেকে ছাদ থেকে পড়ে যান। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদ সোহাগ বলেন, গাছের ধাক্কায় প্রায় ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের জ্ঞান ছিল না। গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন শিক্ষার্থী ট্রেন থেকে নিচে পড়ে যায়। বাকিদের অনেকের মাথা ফেঁটে গেছে। 

আহতদের অনেককে স্থানীয় বেসরকারি হাসপাতাল ফতেহপুর গ্রিন হেলথে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক আকরাম হোসেন জানান, তাদের কাছে ৮ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারও জ্ঞান ছিল না। নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। অবস্থা গুরুত্বর হওয়ার তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মধ্যরাতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলন শুরু করে।

আরও পড়ুন

×