ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভালো খেলোয়াড় ছিলেন বঙ্গবন্ধু, পছন্দ করতেন ফুটবল: স্পিকার

ভালো খেলোয়াড় ছিলেন বঙ্গবন্ধু, পছন্দ করতেন ফুটবল: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩০

খেলাধুলা মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি ফুটবল খেলতে পছন্দ করতেন। খেলাধুলা এবং শরীরচর্চা দেহ ও মনের জন্য ভালো। তাই খেলাধুলার প্রতি বিশেষ অনুরাগ ও ইচ্ছা তৈরি করতে হবে।

বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে হাজি বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলার ২৩৬টি প্রাথমিক বিদ্যালয় থেকে ছেলে ও মেয়েদের দুটি করে দল ৩২টি ভেন্যুতে প্রতিযোগিতা করে। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চৈত্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে ধর্মদাসপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক সুলতান আহম্মেদ সোনা, গোলাম কবির বিলুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুন

×